ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

"তরুণ প্রজন্মের শিল্পীদের সামনে বাপ্পী লাহিড়ী কীর্তিমান আইডল"
অনলাইন ডেস্ক
বাপ্পী লাহিড়ী

উপমহাদেশের বরেণ্য সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম (গোলাম মোহাম্মদ) কাদের এমপি। আজ বুধবার এক শোক বার্তায় প্রয়াত সঙ্গীতজ্ঞের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। 

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, উপমহাদেশের সঙ্গীত জগতের ধ্রুবতারা ছিলেন বাপ্পী লাহিড়ী। তিনি একাধারে সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবে অসীম প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তরুণ প্রজন্মের শিল্পীদের সামনে বাপ্পী লাহিড়ী কীর্তিমান আইডল হয়ে থাকবেন। বাপ্পী লাহিড়ীর সুরে বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষায় গান গেয়ে অনেক শিল্পীই বিখ্যাত হয়েছেন সঙ্গীত ভুবনে। তার মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীত ভুবনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।       

উপমহাদেশের বরেণ্য সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। উপমহাদেশের বরেণ্য সুরসম্রাট বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর