ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘সার্চ কমিটিতে আরেকজনের মাধ্যমে নাম প্রস্তাব করাচ্ছে বিএনপি’
অনলাইন ডেস্ক
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সার্চ কমিটিতে সরাসরি নাম না দিয়ে আরেকজনের মাধ্যমে নাম প্রস্তাব করাচ্ছে বিএনপি।’

আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

এই আরেকজনের কে? তার ব্যাখ্যা দিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি বলেছে তারা সার্চ কমিটিতে নাম দেবে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেব কার লোক? আমরাতো জানতাম উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন, সেই নামটা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না?’ 

বিএনপির নাম না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো একটি দল নাম দিল কী দিল না, এ জন্য কি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে? বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা কার সঙ্গে আলাপ করে কমিশন গঠন করেছিল? কারও সঙ্গে আলাপ করেই করেনি। বেগম খালেদা জিয়া নাম পাঠিয়ে দিয়েছিলেন, রাষ্ট্রপতি সেখান থেকে কমিশন গঠন করেছিলেন।’

‘বিএনপি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে। বিএনপি সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আইন অনুযায়ী গঠিত সার্চ কমিটি সবার সঙ্গে আলাপ করে নাম সংগ্রহ করেছে। এখন যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে ১০টি নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি সেই নাম থেকে ৫ জনের কমিশন গঠন করবেন,’- বলেন তিনি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর