ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব
অনলাইন ডেস্ক

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের নতুন মিশন পরিদর্শনের সময় দেশটির দক্ষিণাঞ্চলের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ বুধবার তিনি  নতুন এই মিশন পরিদর্শন করেন।

চেন্নাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের নতুন অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব। এসময় ভারতের দক্ষিণাঞ্চলের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে মিশন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কথা রয়েছে। পররাষ্ট্র সচিবের দিল্লি সফরে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।

আগামীতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন মাসুদ বিন মোমেন। তিন দিনের সফর শেষে ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন পররাষ্ট্রসচিব।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত বছর ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন। সেসময় মাসুদ বিন মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর