ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি : রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
রুমিন ফারহানা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘যে যত বেশি শিক্ষিত, তার বেকার থাকার আশঙ্কা তত বেশি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস’র গবেষণায় বলা হয়েছে, সবচেয়ে বেশি বেকার স্নাতক ডিগ্রিধারীরা। স্নাতক বা স্নাতোকোত্তর ডিগ্রি সম্পন্ন করে চাকরি পান মাত্র ২১ শতাংশ।’ 

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‌‘দেড়-দুই দশক আগেও বিসিএস নিয়ে এমন উম্মাদনা ছিল না। কারণ নিশ্চিতভাবে শিক্ষিত তরুণদের জন্য ভালো চাকরির সুযোগ এখনকার তুলনায় অনেক বেশি ছিল।’

তিনি বলেন, ‘অনেকেই মনে করেন ডেস্কে বসে কাজ করাটাই সম্মানের। অন্য কাজ সম্মানের নয়। কিন্তু বিদেশে গিয়ে যে কোনো কাজ করতে আমাদের আটকায় না। আমাদের এ মনমানসিকতা বদলাতে হবে। এক্ষেত্রে সরকারের ভূমিকা রাখার জায়গা আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে প্রচারণা চালাতে পারে।’

দেশের বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে তিনি বলেন, ‌‘কোনো র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো অবস্থানে নেই। কিন্তু ভারত-পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে থাকে। দেশের বড় বড় কোম্পানিগুলো বিদেশ থেকে কর্মী নিয়োগ দেয়। কারণ হিসেবে তারা বলে, তারা দেশে মানসম্মত কর্মী পায় না।’ 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর