ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেভিডসনের বইয়ের আন্তর্জাতিক উপদেষ্টা অধ্যাপক এবিএম আবদুল্লাহ
অনলাইন প্রতিবেদক
ডা. এবিএম আবদুল্লাহ

মেডিসিনের বাইবেলখ্যাত ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিনের (Principles and Practice of Medicine) ২৪তম সংস্করণে আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশের প্রখ্যাত অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। তিনি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সবার কাছে পরিচিত। এ উপদেষ্টামণ্ডলীর তালিকায় আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জর্ডান, ভারতের স্বনামধন্য চিকিৎসকরা।

ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিনের আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর একজন নির্বাচিত হওয়ায় এবিএম আবদুল্লাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবার দোয়ায় আমার এই অর্জন। এরকম বিখ্যাত মেডিকেল বিষয়ক পাঠ্যবইয়ের সঙ্গে জড়িত হতে পেরে সত্যিই গর্বিত।’

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক এবিএম আবদুল্লাহ দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চিকিৎসা বিষয়ক একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই লিখেছেন প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞ। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর