ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

লঘুচাপের প্রভাবে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সোমবার (৩০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আগামী ৭২ ঘন্টার (৩ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর