ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। ঈদুল আজহা উপলক্ষে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসেন। কয়েক স্তরের নিরাপত্তা চেক অতিক্রম করে লম্বা লাইন ধরে প্রবেশ করেন মুসল্লিরা।  

নামাজ শুরু আগেই পেয়ে শত শত মুসল্লি সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।  

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান।

পর্যায়ক্রমে আরও চারটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। এতে ইমামতির দায়িত্ব দেয়া হয়েছ পেশ ইমাম   মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে। সকাল ৯টায় শুরু হবে তৃতীয় জামাত। বায়তুল মোকাররমের পেশ ইমাম এহসানুল হক এই নামাজে ইমামতি করবেন। সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। যেখানে ইমামতি করবেন ড.  আবু সালেহ পাটোয়ারী।

আর পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এই নামাজের ইমামের দায়িত্ব দেয়া হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহীউদ্দিন কাসেমকে।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মোহাম্মদ আব্দুল্লাহ।

ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর