ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চলবে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “চলতি অর্থবছরে সরকার ১০ লাখ টন চাল আমদানির লক্ষ্য রেখেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ২ দশমিক ৩ লাখ টন ও ভারত থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে।

“মিয়ানমার থেকে ২ লাখ টন চাল আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে”, বলেন তিনি।

উল্লেখ্য, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গত এক সেপ্টেম্বর থেকে সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। তিন মাস এ কার্যক্রম চলবে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর