ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পূজামণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক, থাকবে স্থায়ী আনসার
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজায় দেশের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে মণ্ডপগুলোতে স্থায়ীভাবে আনসার সদস্যরা থাকবেন।

দুর্গাপূজা উপলক্ষে আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্তসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত বছর কোভিড থাকার কারণে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টিম কাজ করেছিল। এবার আমরা স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করছি। সবগুলো পূজামণ্ডপে আনসার সদস্যরা স্থায়ীভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এজন্য পূজা মণ্ডপগুলোতে আনসার সদস্যদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, এবার সারাদেশে মোট ৩২ হাজার ২৬৮ পূজামণ্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর