ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নৌযান শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিন; চরম ভোগান্তিতে যাত্রীরা
অনলাইন ডেস্ক

নৌযান শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে। মালবাহী ও যাত্রীবাহী সব ধরনের নৌযান শ্রমিকরা ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন। রাজধানীর সদরঘাটসহ দেশের সবকটি নৌবন্দরে শ্রমিকরা কর্মবিরতির অংশ হিসেবে কাজে যোগদান থেকে বিরত রয়েছেন।

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা করাসহ ১০ দাবি আদায়ে গত শনিবার রাত ১২টা থেকে সারা দেশে লাগাতার ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকরা। এ ধর্মঘটে দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলো লঞ্চশূন্য হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নৌপথে যাতায়াতকারী যাত্রীরা। এদিকে নৌশ্রমিকদের ধর্মঘটে যাত্রী ভোগান্তি, পণ্য পরিবহন বন্ধ, বন্দরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও বাগেরহাটের মোংলা বন্দরে।

যদিও ধর্মঘট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বেআইনিভাবে ধর্মঘট ঢাকায় নৌশ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এই পাতার আরো খবর