ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৪ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগে ৭৫ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদফতর
নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগে শিশুসহ ৭৫ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ সময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ১৩০ জন।

চট্টগ্রাম বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে মারা গেছে সর্বোচ্চ ৫০ জন। এর মধ্যে কক্সবাজার জেলায় ৩৩, খাগড়াছড়িতে ১৬ ও রাঙামাটিতে একজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে ময়মনসিংহে মারা গেছে ২১ জন। খুলনা বিভাগের চুয়াডাঙা জেলায় ২ জন এবং বরিশাল বিভাগের ভোলা জেলায় একজনের  শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যু হয়েছে।

১৪ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সিলেট, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর