ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সক্রিয় প্রতারক চক্র
প্রতারক চক্রকে পুলিশে দেওয়ার অনুরোধ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের
নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতারক চক্র সক্রিয়। এসব প্রতারক চক্রকে পুলিশে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন। 

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমপিওভুক্তি, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি, ডিজি মহোদয়ের প্রতিনিধি মনোনয়নে সহযোগিতা, এমপিও শীটে নাম, পদবি, জন্মতারিখ সংশোধনসহ অধিদপ্তরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে একটি চক্র মাদ্রাসায় ফোন, ইমেইল, এসএমএস করে বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে।’

ইতোমধ্যে অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে বলে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।

উপ-পরিচালক মো. জাকির হোসাইন বিজ্ঞপ্তিতে বলেন, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কোনো কাজে টাকা প্রদানের প্রয়োজন নেই। অধিদপ্তর সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। অর্থের বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনো কিছুই হওয়ার সুযোগ নেই। কেউ কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ।’ এক্ষেত্রে সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানোসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

   



এই পাতার আরো খবর