ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এডিপি অনুমোদন, পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ
অনলাইন ডেস্ক

আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় জনগণের অর্থ ব্যয়ে সতর্কতা ও কৃচ্ছতাসাধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

চলতি ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ২০২৩-২৪ অর্থবছরে এডিপির আকার বেড়েছে ৬.৮৮ শতাংশ। এডিপি বাস্তবায়নে সরকার তার নিজস্ব তহবিল থেকে দেবে প্রায় ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা (৬৪.২৫ শতাংশ)। বাকি প্রায় ৯৪ হাজার কোটি সংগ্রহ করা হবে বৈদেশিক উৎস থেকে।

স্বায়ত্তশাসিত বাস্তবায়নকারী সংস্থাগুলো তাদের প্রকল্পে ১১ হাজার ৬৭৪ কোটি টাকা ব্যয় করবে। নিজস্ব অর্থায়ন প্রকল্পের ব্যয়সহ এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪.০২ কোটি টাকা।

এডিপিতে এই বরাদ্দে ১ হাজার ১১৮টি প্রকল্প থাকবে।

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাবে পরিবহন খাত। এ খাত পাবে ৭৫ হাজার ৯৪৪.৬২ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৮.৮৮ শতাংশ। অবকাঠামো উন্নয়নের জন্য এ বরাদ্দ ব্যয় করা হবে।

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাবে বিদ্যুৎ খাতের প্রকল্পগুলো—৪৪ হাজার ৩৯৩.২৪ কোটি টাকা (১৬.৮৮ শতাংশ)। আবাসন ও কমিউনিটি ফ্যাসিলিটিজ খাত বরাদ্দ পাবে প্রায় ২৭ হাজার ৪৫.৬৫ কোটি টাকা (১০.২৮ শতাংশ)।

এনইসির সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।    

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর