ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ, দ্রুতই নিয়োগ
অনলাইন ডেস্ক

নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি পাস হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনটি আপলোড করা হয়েছে। এই বিধির প্রজ্ঞাপন হওয়ার মাধ্যমে নন ক্যাডার নিয়োগের গতি ত্বরান্বিত হলো। 

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখন দ্রুত সময়ের মধ্যে নন ক্যাডারদের নিয়োগ দেওয়ার কাজটি শেষ করবে বলে জানা গেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নন ক্যাডার বিধিটি পাস করার অপেক্ষায় ছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী এটি পাস করেছেন। সেটি আজ প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএস থেকে নন ক্যাডারদের নিয়োগ করবে পিএসসি।

পিএসসির নন ক্যাডার শাখার একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধির প্রজ্ঞাপন হাতে পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়নের কাজ করা হবে। ৪০তম বিসিএসের নন ক্যাডারের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য আমরা বেশ কিছু কাজ এগিয়ে রেখেছি। এখন দ্রুত সময়ের মধ্যে নিয়োগের সুপারিশ করা হবে। তবে সে জন্য আমাদের কিছু কাজ করতে হবে সেগুলো এগিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। প্রার্থীদের চয়েস অপশন দেওয়ার কাজটি প্রথমে করা হবে। এ সংক্রান্ত নোটিশ জারি করার কাজটি চলমান।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর