ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমাদের সার্ভার সুরক্ষিত আছে : এনআইডি ডিজি
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

এনআইডির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের সার্ভারে কোনো প্রকার তথ্য আসেনি ও যায়নি, আমাদের সার্ভার সুরক্ষিত আছে। 

রবিবার দুপুরে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনআইডি ডিজি বলেন, যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেয় তাদের কারো কাছ থেকে এটা হতে পারে। যাদের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, আমরা তদন্ত করে সেই প্রতিষ্ঠানকে শনাক্ত করে, তাদের সার্ভিস বন্ধ করে দেব এবং আমরা চুক্তি বাতিল করব।

১৭১টি প্রতিষ্ঠান এনআইডি সার্ভার থেকে সেবা নেয় বলেও জানান তিনি।

ডিজি আরও বলেন, এনআইডি সার্ভার কোনো থ্রেটের মধ্যে নেই। ওয়েবসাইটের সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। এনআইডি একটা পৃথক সাইট। ১৭১টি প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কানেকটেড। এনআইডি সার্ভার থেকে কোটি কোটি ডাটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এনআইডি সার্ভারের সঙ্গে অন্য কোনো সার্ভারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।  

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর