ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নুরের উপর হামলা খুবই ন্যাক্কারজনক ঘটনা : আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
আ স ম আবদুর রব (ফাইল ছবি)

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলা এবং বাসভবনে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেএসডি ‌সভাপতি আ স ম আবদুর রব।

আজ জেএসডি ‌সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী ভিন্নমত ও পথকে স্তব্ধ করার লক্ষ্যে- গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের উপর হামলা চালিয়েছে। একদিকে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে ধারাবাহিকভাবে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করছে। সরকার দেশ থেকে আইনের শাসন নির্বাসনে দিয়ে মগের মুল্লুক কায়েম করেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।

উল্লেখ্য, গতরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসভবনে পুলিশি অভিযানে একজন নেতাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে- সরকার বিরোধী রাজনীতিকে বল প্রয়োগ করে স্তব্ধ করতে চায়।

আমরা ভিপি নুরের উপর  হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর