ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। 

আজ শনিবার দুপুর ৩টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, শনিবার দুপুর পৌনে ৩টার দিকে আমরা সংবাদ পাই।

এর আগে রাজধানীর কাকরাইল ও পল্টন এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়।    

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর