ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সময় শেষ, তফসিল পুনর্নির্ধারণের আর সুযোগ নেই : ইসি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, 'মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো বাড়ানো হচ্ছে না। বৃহস্পতিবার বিকাল ৪টায় সময় শেষ হয়েছে। কমিশন মনে করে, এ সময়সীমা বর্ধিতকরণের আর কোনো সুযোগ নেই।'

এর আগে বিকাল ৩টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন। বিকালে জনপ্রশাসন সচিব, সকালে জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ নভেম্বর। বাছাই ১-৪ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আর ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর