ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ছাত্রলীগের ‘স্মার্ট ক্যাম্পেইনার অ্যাওয়ার্ড’ চালু
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে এবং বহির্বিশ্বে থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি, আধুনিক-উন্নত-আত্মনির্ভরশীল বাংলাদেশের প্রতিচ্ছবি, বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির রোল মডেল, গণতন্ত্র-মানবাধিকার-ভোটাধিকারের রক্ষাকবচ, বাংলার মানুষের নির্ভরতার একমাত্র ঠিকানা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবন-কর্ম-সংগ্রাম, উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক-কূটনৈতিক নীতি-কৌশল, বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করার নেতৃত্ব-দৃঢ়তা প্রভৃতি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, এক্স, টিকটক, ইনস্টাগ্রাম) প্রচারণায় নিয়োজিত নেতা-কর্মী-শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী, তরুণ, নবীন ভোটার বন্ধুদের স্বীকৃতি দান ও পুরস্কার প্রদান করবে এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।’  

বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে যারা গ্রুপভিত্তিক ক্রিয়াশীল রয়েছে তারাও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে। আজকের ঘোষণার দিন থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এজন্য একটি জুড়ি বোর্ড গঠনের কথাও বলা হয়েছে। বর্তমান কমিটির দায়িত্বে থাকা বিভিন্ন নেতাদের এ বোর্ডের সদস্য করা হয়েছে। তারা হলেন- কোহিনূর আক্তার রাখি, খন্দকার হাবিব আহসান, শহীদুল হক শিশির, ইমরান শেখ, সালাহ্ উদ্দিন আহম্মেদ সাজু, হারুনার রশিদ হারুন, তরিকুল ইসলাম তারেক, মেফতাহুল ইসলাম পান্ত, আকিব মো. ফুয়াদ, হাসিন আজফার পান্ত, ইমরান হোসেন সাগর। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর