সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খবরটি নিশ্চিত করেছেন এভার কেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেসের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ।
তিনি বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন বেশকিছু দিন এভার কেয়ার হাসপাতালে প্রফেসর সালেহ'র তত্ত্বাবধানে ছিলেন। আজ সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে ব্যারিস্টার মইনুল দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা ছিলেন বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া। ব্যারিস্টার মইনুল ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপরে মিডল টেম্পল এ আইন বিষয়ক পড়াশোনা করেছেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত