ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

অবশেষে জানা গেল সেই অস্ত্রধারীর পরিচয়
অনলাইন ডেস্ক
ভোটকেন্দ্রের বাইরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেন শামীম আজাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রবিবার চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজনকে প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। পরে অস্ত্রহাতে সেই যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, পুলিশ ওই যুবকের পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ জানায় তার নাম শামীম আজাদ ওরফে ব্লেড শামীম। সে নগরীর এমইএস কলেজের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে শামীম আজাদ ওরফে ব্লেড শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন।

সিএমপি’র খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। তাদের গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পুলিশ মোতায়েন করা ছিলো। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষে লিপ্ত যুবকের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর