ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিদ্যুতের পাশাপাশি ফের জ্বালানি ও খনিজ সম্পদের দায়িত্বে নসরুল হামিদ
নিজস্ব প্রতিবেদক
নসরুল হামিদ। ফাইল ছবি

দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের। এখন থেকে বিদ্যুৎ বিভাগের পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩(৪) এ প্রদত্ত ক্ষমতাবলে তার দপ্তর পুনর্বণ্টন করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী ও ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। এ সময় নসরুল হামিদকে করা হয় বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী। এর আগের সরকারের সময়কালে নসরুল হামিদ একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর