ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪৬তম বিসিএস প্রিলির তারিখ নির্ধারণে পিএসসির বিশেষ সভা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখে পরিবর্তন আসতে পারে। আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন থাকায় এ পরীক্ষার তারিখে পরিবর্তন আসতে পারে। পিএসসি এ বিষয়ে বিশেষ সভা করবে। সেখানে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন দুপুরে গণমাধ্যমকে বলেন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় কয়েকজন সদস্য ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে আছেন। তাদের ছাড়া কমিশন মিটিং হবে না। তারা এলে সভা করে ৪৬তম বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখে পরিবর্তন হতে পারে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ১৪০জন, সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এছাড়া শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর