ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪৮ জেলায় শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের দুই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে জেলা দু'টির তাপমাত্রার পারদ নামল ৫ ডিগ্রির ঘরে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

একই সময়ে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা এই মৌসুমে দেশের এই দুটি জেলারই সর্বনিম্ন।  

এ ছাড়া আজ দেশের পাঁচ বিভাগসহ ৪৮টি জেলায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বইছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগের ১৩টি জেলা, বরিশাল বিভাগের ছয়টি জেলা, রাজশাহী বিভাগের আটটি জেলা, খুলনা বিভাগের ১০টি জেলা ও রংপুর বিভাগের আটটি জেলা রয়েছে। এর বাইরে আরও তিন জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। জেলাগুলো হলো মৌলভীবাজার, কুমিল্লা ও সীতাকুণ্ড।

আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর