ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জলদস্যুরা জাহাজটিকে ৫০ নটিক্যাল মাইল দূরে সরিয়ে নিয়েছে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারত মহাসাগর থেকে অপহরণ করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে সোমালিয়ার উপকূলে নেয়ার একদিনের মাথায় আরেক এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। 

বর্তমানে জাহাজটি আগের নোঙর করা এলাকা থেকে ৫০ নটিক্যাল মাইল উত্তরে এবং গোদবজিরান উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।

আজ শুক্রবার রাতে বিষয় নিশ্চিত করেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘গতকালের নোঙর করা পয়েন্ট থেকে ৪৫-৫০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি সরিয়ে নেয়া হয়েছে। যা সোমালিয়ার গোদবজিরান উপকূলীয় এলাকা থেকে ৪ নটিক্যাল মাইল দূরে। এখনো পর্যন্ত দস্যুরা কোনো পক্ষের সাথে যোগাযোগ করেনি।’

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের। জাহাজটি সাধারণ পণ্য পরিবহণ করে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর