ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

কারও ব্যক্তিগত স্বার্থে কোন প্রকল্পের অনুমোদন দিচ্ছে না সরকার : পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বলেছেন, ‘সরকার যথাসময়ে সব প্রকল্প শেষ করতে চায়। তবে পারিপার্শ্বিক অনেক কারণেই প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়। কারও ব্যক্তিগত স্বার্থে কোন প্রকল্পের অনুমোদন দিচ্ছে না সরকার।’

বৃহস্পতিবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে বলা হয়, ‘এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শেষের দিকে থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য অর্থ ছাড়েরও নির্দেশনা দেন সরকারপ্রধান।’

এ সময় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বলেন, ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরই প্রকল্পের সংখ্যা ও মেয়াদ বাড়ানো হচ্ছে। চলতি মেয়াদের সরকারের দ্বিতীয় একনেক সভায় ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যাতে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৩৯মকোটি ৮৭ লাখ টাকা। আর বিদেশি অর্থায়ন ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা।’

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর