ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিশোর গ্যাং মোকাবিলায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
অনলাইন ডেস্ক
কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

কিশোর গ্যাং বা কিশোর অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রথাগতভাবে যেভাবে অপরাধীদের মূল্যায়ন করা হয় সেভাবে কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের না দেখে তাদের সংশোধনের সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সমাজকল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। পাশাপাশি অন্য দাগী অপরাধীদের সঙ্গে তাদের একই কারাগারে রাখা যাবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দেন।

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এই কিশোর গ্যাংদের সংশোধনের জন্য প্রকল্পের আওতায় এনে সংশোধনের উদ্যোগ নিতে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর