ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে টানা কয়েক দফায় ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদফতর। রবিবার সকাল নয়টায় নতুন করে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ করা হয়েছে। আগামী তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) ৯টা হতে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়।

হিট অ্যালার্ট আসলে কী?

হিট ওয়েভ বা তাপপ্রবাহ হল অতিরিক্ত গরম আবহাওয়া। আর এই তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটিই মূলত হিট অ্যালার্ট। সূত্র: আবহাওয়া অফিস

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর