ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে, জানাল বিপিএসসি
অনলাইন ডেস্ক

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর