ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চিকিৎসা শেষে দেশে ফিরে সুপ্রিম কোর্টকে অবহিত করলেন আমান
অনলাইন ডেস্ক
আমান উল্লাহ আমান

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে সুপ্রিম কোর্টকে অবহিত করেছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।

রবিবার (৯ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চে অবহিত করেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের দণ্ডের মামলায় জামিনে মুক্ত আমান উল্লাহ আমানকে গত ৬ মে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। শর্ত ছিল সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে এক মাসের মধ্যে দেশে ফিরে আদালতে প্রতিবেদন দিতে হবে।

চিকিৎসার জন্য গত ১১ মে সিঙ্গাপুরে গিয়েছিলেন আমান উল্লাহ আমান। চিকিৎসা শেষে তিনি গত ২১ মে দেশে ফেরেন।  

গত ২০ মার্চ এ মামলায় আমান উল্লাহ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে বলে শর্ত দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে ২৪ মার্চ তিনি জামিনে কারামুক্ত হন। এরপর ২৮ মার্চ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।   

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর