ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিএফটিআই ও সিটি ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)  এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

রাজধানীর টিসিবি ভবনে অনুষ্ঠিত এই  স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো, জাফর উদ্দীন বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং ২০৪১ সালে উন্নত ও স্মার্ট  বাংলাদেশ গড়ার লক্ষ্যে গবেষণা ও প্রশিক্ষণে জোর দিতে হবে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের অবদান বৃদ্ধি পাবে, যা ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অব.), বোর্ড অব ট্রাস্টির সদস্য আরিফ ইসলাম, বিজনেস এন্ড ইকনোমিকস অনুষদের ডিন ড. জুলফিকার হাসান, বিএফটিআই’র পরিচালক ওবায়দুল আজম প্রমূখ।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর