ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশ ইসির
অনলাইন ডেস্ক

সারা দেশে স্থগিত হওয়া ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের জন্য মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।  

ষষ্ঠ উপজেলা পরিষদ সধারণ নির্বাচন সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে পূর্বের মতো যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেই সব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালুকরণের জন্য নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে।

মাঠ পর্যায়ে যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম আগের মতো দ্রুততম সময়ে সম্পন্ন করতে অনুরোধ করা যাচ্ছে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর