ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু
শফিক আজাদ, উখিয়া
ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা

ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয়। 

নিহতরা হলেন উখিয়ার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫),  ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে বসবাসরত চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আলী জহুরের ছেলে মো. হোসেন আহম্মেদ (৫০), একই শিবিরের রোহিঙ্গা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), জামালের ছেলে মো. সালমান (৩), ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের আবুল কালাম (৫৭), মতির রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের ছেলে আবু মেহের (২৪), শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালীর ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।

পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর উদ্দিন চৌধুরী জানান, অতি ভারী বৃষ্টির কারণে থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে কাঁটাতারের বাইরে শাহ আলমের বাড়িতে এসে পড়ে। এ সময় আব্দুল করিম নামে শিশুটির মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা জানান, প্রবল বর্ষণের কারণে উখিয়ার চারটি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর