ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

জেলা জজ পদে ১২ বিচারকের পদোন্নতি, ১৯ জন বদলি
নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার ১২ জন বিচারককে জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৯ জেলা জজকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। 

শনিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

পদোন্নতিপ্রাপ্ত ১২ বিচারকের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজকে পদোন্নতি দিয়ে ঢাকার ৬নং বিশেষ জজ আদালতে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল ইসলামকে সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে, খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলামকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন কবির সরকারকে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ, বান্দারবনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাউছার আহমেদকে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচীকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে, লক্ষ্মীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুল হাসানকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ,  চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সারওয়ার আলমকে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ এবং মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানকে ঢাকার তৃতীয় শ্রম আদালতে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বদলি হওয়া বদলি বাকি ১৯ জেলা জজের মধ্যে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব শেখ আবু তাহেরকে বরিশালের জেলা জজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকারকে নরসিংদীর জেলা জজ, পটুয়াখালীর জেলা জজ এম এম এরশাদুল আলমকে নারায়ণগঞ্জের জেলা জজ, আইন কমিশনের সচিব আতোয়ার রহমানকে গোপালগঞ্জের জেলা জজ, গোপালগঞ্জের জেলা জজ মো. কামরুল হাসানকে পটুয়াখালীর জেলা জজ, মৌলভীবাজারের জেলা জজ আল মাহমুদ ফায়জুল কবিরকে গাইবান্ধার জেলা জজ, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহাবুবুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬, ঢাকার বিচারক, নরসিংদীর জেলা জজ মোসতাক আহমেদকে কুমিল্লার জেলা জজ, গাইবান্ধার জেলা জজ আবুল মনসুর মিঞাকে ঠাকুরগাঁওয়ের জেলা জজ পদে বদলি করা হয়েছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কক্সবাজারের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জের বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবকে কিশোরগঞ্জের জেলা জজ, কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামকে বাগেরহাটের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, কুমিল্লার বিচারক জাহিদুল কবিরকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, খুলনার বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, খুলনার বিচারক রোজিনা আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, বাগেরহাটের বিচারক, বিশেষ জজ আদালত-৪, ঢাকার বিচারক সৈয়দ আরাফাত হোসেনকে মৌলভীবাজারের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, কুমিল্লার বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকা, এর সদস্য, ৩য় শ্রম আদালত ঢাকার বিচারক শেখ মেরিনা সুলতানাকে বিশেষ জজ আদালত কুষ্টিয়ার বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, রাঙামাটির বিচারক এ ই এম ইসমাইল হোসেনকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক রবিউল আলমকে বিশেষ জজ আদালত-৪ ঢাকার বিচারক পদে বদলি করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর