ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও টাকা ছিনতাই, আহত ৫
অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরায় জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া বোমা ও অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আহতরা হলেন, মো শিহাব (৩০), মো আনোয়ার হোসেন (২৭), দোকান মালিক মনির হোসেন (৪২), মোহাম্মদ বাপ্পি (১৮) ও মো কাইয়ুম (৩০)।

রবিবার রাত ১০টার দিকে থানার আল আমিন রোডে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাত পৌনে ১২টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়ে। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা ওহাব জানান, রাতে জুয়েলার্স বন্ধ করে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে কুপিয়ে ও বোমা ফাটিয়ে স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ডেমরা থানা উপ-পরিদর্শক (এস আই) মো. সেলিম বলেন, বন্ধের সময় দোকানের সামনেই দুর্বৃত্তরা এই হামলা চালায়। এ সময় মালিক মনিরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার সাথে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা একজনকে আটক করলে বাকি সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রাত ১১টার দিকে দু’টি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এই হামলা চারিয়েছে বলে জানায় পুলিশ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 



এই পাতার আরো খবর