ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাশকতার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে সরকার : দুর্যোগ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে খাদ্য গুদামে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ‌‘সরকার নাশকতার সঙ্গে জড়িত সকলকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে। বিএনপি জামায়াতের তাণ্ডবের শিকার মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার কাজ করে যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে খাদ্য গুদামে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দেশবিরোধী অপচেষ্টা রুখে দিয়ে দেশকে স্বাভাবিক ধারায় নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকা সিটি কর্পোরেশনসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’

মো. মহিববুর রহমান বলেন, ‘দুষ্কৃতকারীরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেও আগুন দিয়েছে। সন্ত্রাস করে জনগণের জীবন অনিরাপদ করার যে কোনো চেষ্টা রুখে দেওয়া হবে।’ 

অনুষ্ঠানে ৫০০ জন ক্ষতিগ্রস্তকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজোয়ানুর রহমান।

বিডি প্রতিদিন/জুনাইদ



এই পাতার আরো খবর