ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জলবায়ু পরিবর্তন কেবল হুমকি নয় বরং মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ: পরিবেশমন্ত্রী
অনলাইন ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন কেবল একটি হুমকি নয় বরং একটি মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ। 

শনিবার আজারবাইজানের শামাখিতে অনুষ্ঠিত দুই দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের সমাপনী অধিবেশনে তিনি এই কথা বলেন।

স্বল্পোন্নত দেশগুলির (এলডিসি) প্রতিনিধিত্ব করার জন্য কপ২৯ আজারবাইজান প্রেসিডেন্সি মনোনীত মন্ত্রী মুখতার বাবায়েভ এলডিসি দেশগুলোর পক্ষে বক্তব্য রাখেন সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন স্বল্পোন্নত দেশে ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের অনুভূতি গুরুতর। বিস্তৃত প্রভাবগুলো অনেক দীর্ঘতর চ্যালেঞ্জের শুধুমাত্র শুরু।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মেটাতে যথাসময়ে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিত করতে সব দেশকে কপ২৯ এ ফান্ড কার্যকর করার উপায় বের করতে হবে। এ সময় তিনি নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য চূড়ান্ত করার, আর্টিকেল ৬ কার্বন মার্কেটের নিয়মগুলি সম্পন্ন করার কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর