ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ব্যাংক লেনদেনের নতুন সময় জানাল বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক

দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। বুধবার থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। একই দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে দেশের সব ব্যাংকও। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর কারফিউ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে সীমিত সময়ের জন্য অফিস খোলে। গত ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটির পর ২৮ জুলাই থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর