ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নাশকতার মামলায় রিজভী-পরওয়ারসহ ছয়জন ৩ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ছয়জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে আনা হয়। এ সময় অভিযুক্তদের এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামিদের পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আইনজীবী।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে তাদের রিমান্ড চেয়ে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ আদেশ দেন। 

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর