ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

এনবিআর চেয়ারম্যানকে অপসারণ
নিজস্ব প্রতিবেদক
আবু হেনা মো. রহমাতুল মুনিম (ফাইল ছবি)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত মঙ্গলবার থেকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা লাগাতার আন্দোলন করেন। ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি চলছিল।

একইদিনে চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে সচিবালয় ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে ছাত্রদের একাংশ বৈঠক করে।

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের ভীতি প্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন ও পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধা বঞ্চিত করা, পাচার ও লুণ্ঠনে সহায়তাসহ নানা অনিয়মের অভিযোগ ছিল।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর