ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

'এ ধমক মিনিস্টারের, রাজনীতিবিদের নয়'
পীর হাবিবুর রহমান
পীর হাবিবুর রহমান

ডেঙ্গুতে দেশ আক্রান্ত হোক, মানুষ মরুক, বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী উদ্বিগ্ন থাকুন, তাতে কি! মন্ত্রী বিদেশ গেছেন, চাপে ফিরেছেন, সাংবাদিক প্রশ্ন করবে কেনো? মন্ত্রীর সখ আহলাদ নেই? শখ ও পূরণ করতে দেননি, আবার প্রশ্ন করে!

কত্ত বড় সাহস! মন্ত্রীকে প্রশ্ন করে ধমক খেয়েছে সাংবাদিক। সচিব বাধা দিয়েছেন! সাংবাদিকতা করতে হলে প্রশ্ন করা যাবে না, সত্যকে গুজব বলতে হবে, না হয় সব সহ্য করে উটপাখির মতোন বালিতে মুখ বুজে পড়ে থাকতে হবে।

এতো পেশাদারিত্বের দরকার কি? দেশ ও মানুষের কথা ভাবতে হবে কেনো? ভাববেন মন্ত্রী, তিনি যা খুশি তাই করবেন!মিনিস্টার বলে কথা। স্বাস্থ্য সেবা ঘরে পৌঁছে দেবেন। তিনি মিনিস্টার, তিনিতো জনগণের দল আওয়ামী লীগ করে আসেননি। তিনিতো আর বঙ্গবন্ধুর আদর্শ বহন করেন না। তিনি মন্ত্রীর ক্ষমতা বহন করেন।

এই ধমক রাজনীতিবিদের নয়, মিনিস্টারের। মিনিস্টারকে প্রশ্ন করলে ধমক খেতে হবে, আর বেশি বললে কপালে মাইরও থাকতে পারে। তিনি সংবাদ সম্মেলন বাতিল করবেন, সাংবাদিক ধমকাবেন, তার অনেক কাজ, অনেক। বলা যাবে না, প্রশ্ন করা যাবে না, লেখাও যাবে না।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর