ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

এদের মুখোশ খুলে বিআরটিসির বাস চালু রাখা হবে
পীর হাবিবুর রহমান

রাতের আঁধারে সিলেটের বিভাগীয় কমিশনার কোন অদৃশ্য কারণে বাসমালিকদের সাথে আঁতাত করলেন? সুনামগঞ্জের মানুষের দাবি ও ন্যায্য প্রাপ্যকে উপেক্ষা করলেন? বিআরটিসির বাস সারাদিন চলবে। মানুষ সেটি চায়। বাসমালিকরা তা দিতে রাজি নন, এটা মামা বাড়ির আবদার নাকি? তারা যাত্রীসেবা উন্নত করে প্রতিযোগিতায় ঠিকবেন, এটাই হবে ফয়সালা।

বিআরটিসি বাস জনমত উপেক্ষা করে বন্ধ করার প্রশাসনিক ও দুর্নীতিবাজদের সিন্ডিকেট ষড়যন্ত্র চলবে না। মগের মুল্লুক নাকি তুঘলকি কারবার এসব? কারা এসবের নেপথ্য কারিগর? এদের মুখোশ খুলে বিআরটিসির বাস চালু রাখা হবে। প্রশাসন জনগণের পক্ষে থাকবে, জনসেবা নিশ্চিতে প্রজাতন্ত্রের কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। জনগণকে ঠকিয়ে মুনাফা লোভীদের স্বার্থ রক্ষা নয়। বিআরটিসি বাস জনগণের চাহিদা অনুযায়ী চলবেই, আপোস হবে না এখানে।

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।



এই পাতার আরো খবর