ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

উজিরে খামোখারা কি করছেন?
পীর হাবিবুর রহমান

করোনা বিশ্বমহামারী ঘোষণা হয়েছে। ইতালিতে ওষুধ ও খাবারের দোকান বন্ধ। ট্রাম্প ইউরোপ সফরে জনগণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা আক্রান্ত এখনো হইনি, মারাও যাইনি, তবু সতর্ক সচেতনতার জায়গা থেকে শিক্ষাঙ্গন কিছুদিনের জন্য বন্ধ করছি না। আমাদের স্বভাব আগে ঘটবে, সমালোচনার ঝড় উঠবে, শিক্ষামন্ত্রীর বন্ধের পরিবেশ হবে, তারপর বন্ধ হবে। সন্তান যখন স্কুলে যায় তখন ভয় হয়।

লোক সমাগম, জনসমাগম না করতে চিকিৎসকরা বলছেন। ঘরের বাইরে যতদূর সম্ভব না যেতে বলছেন। কর্মজীবী মানুষ তবু ছুটছে কাজে। আমরা যাবো।

কিন্তু সন্তানদের কেনো কিছুদিন শিক্ষাঙ্গন বন্ধ রেখে ঘরে রাখবো না? যে দেশের হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর, অসুস্থ, সে দেশে শিক্ষাঙ্গনের পরিবেশ, হলের আবহ, ডাইনিংয়ের অবস্থা, গণরুমের পরিবেশ ও কি ভাবায় না? এতো বোধহীন! প্রধানমন্ত্রী ছাড়া কোথাও কেউ নেই? উজিরে খামোখারা কি করছেন?

লেখক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর