ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্যবসায়ীরা কেবল মুনাফা খুঁজে- এই ধারণাটা ভেঙ্গে দিয়েছে বসুন্ধরা গ্রুপ
শওগাত আলী সাগর
শওগাত আলী সাগর

ব্যবসায়ীরা কেবল মুনাফা খুঁজে- এই ধারণাটা ভেঙ্গে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। ঈদের আগে ‘সীমিত পর্যায়ে’ দোকান পাট খোলা রাখার সরকারি ঘোষণার পর মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আতংক স্পষ্টত:ই অনুভব করা যাচ্ছিলো।

‘সরকার নিশ্চয়ই’ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে- এমন আকাংখা প্রকাশ করে অনেকেই নিজেদের সান্তনা দিয়েছেন। কিন্তু সরকারের তরফে ভিন্ন কোনো বক্তব্য আসেনি। বাণিজ্যমন্ত্রী এর আগে দোকান মালিক সমিতির প্রবল চাপের কথা বলেছিলেন। সরকার নাগরিকদের আকুতি, আশংকা, ভয় সবকিছুকে উপেক্ষা করে দোকান মালিক সমিতির চাপে নত হয়েই থেকেছে।

নাগরিকদের আকুতিতে সাড়া দিয়ে নজিরবিহীনভাবে এগিয়ে আসে দেশের বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তারা ঘোষণা দেয় বসুন্ধরা শপিং কমপ্লেক্স এই সময়ে খুলবে না। বসুন্ধরা গ্রুপের প্রকাশনা বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম ফেসবুকে দেয়া পোস্টে জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই সিদ্ধান্ত নিয়েছেন। মূলতঃ এই সিদ্ধান্তটাই ছিলো ব্রেক থ্রো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানই যেনো নাগরিকদের জন্য স্বস্তিদাতা হিসেবে আবির্ভুত হন। তার ঘোষণার পর যমুনা ফিউচার পার্কসহ আরো কয়েকটি শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিদ্ধান্তকেই অনুসরণ করে। নাগরিকদের মনে এখন আশা তৈরি হয়েছে- অন্যান্য মার্কেটগুলো বিশেষ করে- যে সব মার্কেটে লোকসমাগম বেশি হয় অথচ ভেতরে জায়গা কম, সেগুলোও এই সময়ে বন্ধ থাকবে।

ব্যবসায়ীরা সরকারকে চাপ দিয়ে যে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, জনস্বার্থে সেই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়ানো সহজ কথা নয়। তার জন্য বড় ধরনের কমিটমেন্ট এর প্রয়োজন হয়, জন আকাংখা স্পর্শ করার মতো সংবেদনশীল মন থাকতে হয়। করোনার এই অস্থির এবং ভীতিকর সময়ে বসুন্ধরা গ্রুপ, তার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মানুষের মনকে পাঠ করতে পেরেছেন, জনআকাংখার পাশে দাঁড়াতে পেরেছেন। তাদের পদক্ষেপ অন্য ব্যবসায়ীর কাছেও অনুকরণীয় হয়েছে। বসুন্ধরা গ্রুপ এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্য ভালোবাসা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : সম্পাদক ও প্রকাশক, নতুন দেশ ডটকম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর