ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাইবান্ধায় স্থানীয় প্রশাসন কেন তাদের দায়িত্ব পালন করলো না
শওগাত আলী সাগর
শওগাত আলী সাগর। ফাইল ছবি

নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ দিতে চাই- কমিশন গাইবান্ধাকে মাগুরা হওয়া থেকে রক্ষা করেছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। গাইবান্ধায় স্থানীয় প্রশাসন কেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করলো না, তারা আসলে কার বা কাদের নির্দেশ অনুসরণ করেছে, সেটি নিয়ে কথা বলা দরকার।

বর্তমান নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই বলেছেন- নির্বাচন কমিশন এককভাবে দেশে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। এটি একটি সমন্বিত উদ্যোগের ব্যাপার এবং অবশ্যই মাঠ প্রশাসনের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। গাইবান্ধা নির্বাচনে সেটি আবারো প্রমাণিত হয়েছে। সেখানে প্রশাসন তার ভূমিকা পালন করেনি, নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করেছে।   নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছে এবং তাদের সিদ্ধান্তকে যে সরকার পছন্দ করেনি- সেটা সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। আমার মনে হয়, আমরা যারা নির্বাচন কমিশনের ক্ষমতা বা সক্ষমতা দেখতে চাই- তাদের গাইবান্ধা ইস্যুতে অন্তত নির্বাচন কমিশনকে সমর্থন দেয়া দরকার।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর