ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘অনুরণন’
সোহেল সানি
সোহেল সানি

তুমি সাধারণ্যে অসাধারণ, বিমুগ্ধপ্রাণে সময় অসময়   কেমন করে ওমন?    তুমি আলো আঁধারি মায়াবি বুক, জীবনানন্দে  আলো টলমল।

তুমি গর্জনে তর্জনী মেঘমালা,  বিছায়িত রৌদ্রছায়া।

তুমি জাগ্রত নীলাভ  অরূপ জোছনা, উঞ্চ-শীতল হাওয়া। 

তুমি রাগ-অনুরাগে অভিমানী মন, অভাঙ্গা ঘুমের স্বপন। 

তুমি বেদনাবিধুর  বিরহ-বিষন্ন, বিদ্রোহীর নিত্য পাগল ছন্দ।

তুমি প্রোজ্জ্বল ধ্রুবতারা, সবুজে জমিনে আঁকা রক্তলাল আলপনা।  

তুমি রবীজীর নির্ঝর কবিতা  আঁকড়ে ধরা মন,  অধরা প্রাণপণ। 

তুমি জগদ্বিখ্যাত বিস্ময় সুরেশ্বরী-  বিহঙ্গিনীর উষ্ণীষ  শিহরণ। 

তুমি কাল-অকাল  অনুপমেয়, আনন্দ অনুরণন। 

তুমি-  সেই আঁধারের আঁচল, বিষাদ-বেদনায়ও  চির সমুজ্জ্বল।

লেখক : সাংবাদিক, কলামিস্ট ও গবেষক



এই পাতার আরো খবর