ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অনিবার্য নয়
অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের ছাত্রলীগের সমাবেশ প্রমাণ করে আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অনিবার্য নয়।

ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক প্রতি জেলার ১০ জন ছাত্রনেতার নাম জানে কিনা সন্দেহ, কিন্তু তারা এ যাবৎ কালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করে ফেলেছে।

কোন বিখ্যাত সাবেক ছাত্র নেতা বা বিখ্যাত আওয়ামী লীগ নেতা লাগেনি। কোন জেলায় টাকা বাস কিছুই পাঠাতে হয়নি। রাজা বাদশা সম্রাট জমিদার কিছুই লাগেনি।

শেখ হাসিনা হ্যামিলনের বাঁশিওয়ালা। তিনি যাকে ক্ষমতা দেন তিনিই ক্ষমতাবান। সে X Y Z যে-ই হোক না কেন।

শেখ হাসিনা আন্তর্জাতিক চক্রান্ত নিজেই মোকাবেলা করবেন। এ ক্ষেত্রেও কোন জেলা বা কেন্দ্রীয় নেতা কোন উপকার বা ক্ষতি করতে পারবেন বলে আমার মনে হয় না।

আর তিনি মোকাবেলা করতে সক্ষম না হলে, কেউ মোকাবেলা করে তাঁকে জয়ী করে দেবেন বা করে দিতে পারবেন এমন আমার মনে হয় না।

জেলা পর্যায়ের যে সকল নেতা ভাবেন তিনি অনিবার্য কেউ, তাদের কথা, আচরণ আমার কাছে খুবই হাস্যকর মনে হয়।

নেত্রী বাদ দিয়ে দিলে একমাস পর বাসায় চা খাওয়ানোর জন্যও তারা কোন লোক খুঁজে পাবেন না। তাদের কোন লোক নেই। শেখ হাসিনার লোক নিয়ে তারা বড়াই করে। 

লেখক: সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর