ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কুয়েতে বাংলাদেশির বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোয় আটক ১
মঈন উদ্দিন সরকার সুমন

প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোয় হানি হুসেন নামে কুয়েতের স্থানীয় এক আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।  তার বিরুদ্ধে তদন্তের জন্য কুয়েত পাবলিক প্রসিকিউশন নির্দেশ দিয়েছে। 

কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই আইনজীবীকে আটকরে পর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে ওই প্রতিবেদনে বাংলাদেশি চিকিৎসকের পরিচয় দেয়া হয়নি। 

একই অভিযোগে পূর্বেও  ওই  আইনজীবীকে বিচারের মুখোমুখি করা হয়। সে সময় হানি হুসেন নিজের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেন। 

আইনজীবী হানি হুসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত বাংলাদেশি ওই চিকিৎসককে 'ভুয়া চিকিৎসক' আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। 

প্রসিকিউশন জানায়, কুয়েতে চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের সুনাম অক্ষুণ্ণ রাখতে ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গোপনীয়তা বজায় রেখে তদন্ত পরিচালিত হচ্ছে।

 

বিডি প্রতিদিন/২৫ জুলাই, ২০১৭/ফারজানা



এই পাতার আরো খবর