ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে ১৫ বাংলাদেশি আটক
জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলি।

এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় পাসপোর্ট, ই-কার্ড, আই কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে সবাই বাংলাদেশি- যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের কাগজপত্র সরবরাহ করে আসছিল এ চক্রটি।

মুস্তাফার আলি আরও বলেন, গত তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের উপর নজর রাখছিল। মঙ্গলবার সেরি কামবানগান এলাকার সেরডাং এর একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এ চক্রকে আটক করা হয়। চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত যা প্রায় ছয় লাখ বাংলাদেশি টাকা আয় করত বলেও জানান এই কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ 



এই পাতার আরো খবর