ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইপিএস কমিউনিটি ফ্রান্সের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

ইপিএস কমিউনিটি ফ্রান্সের উন্মুক্ত আয়োজনের মাধ্যমে তৃতীয় ইপিএস দাবা প্রতিযোগিতা-২০২২ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো ইপিএস কমিউনিটি ফ্রান্সের উদ্যোগে এ দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সর্বমোট ১৭ জন প্রতিযোগী।

জুলাই মাসের ১০ তারিখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএস গ্রুপের চেয়ারম্যান হেলাল আহাম্মেদ। ফাইনাল খেলা শেষে সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল।

সমাপনী বক্তব্যে আহাম্মেদ আলী দুলাল বলেন, ‘এ ধরনের আয়োজন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সৃজনশীল পরিচিতি এবং ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে ব্যাপক ভূমিকা পালন করবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স সংসদের নাট্য বিভাগের সম্পাদক ও ইপিএস কমিউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য তপন দাস, সলিমুল্লাহ সিদ্দিকী রানা, মোকাদ্দেছ হোসেইন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সম্পৃক্ত ছিলেন শাহিন সিদ্দিকী, এলান খান চৌধুরী, জুয়েল রয় লেলিন, মাহাবুব আলম, লায়লা নুর, সুরাইয়া বেগম ও সাগর আহামেদ প্রমুখ।

খেলায় যারা অংশগ্রহণ করেছিলেন, তারা হলেন-সলিমুল্লাহ সিদ্দিকী রানা, মোকাদ্দেছ হোসেইন, মিজানুর রহমান লাবলু, এলান খান চৌধুরী, ফারজানা হোসাইন এনি, স্বাগত, সকাল দাস, সৈয়দ সাহিল, আবিদ, আল আমিন, জামিল, আবেদ, জুবায়ের হুসেন, মাসুক রহমান, মৃদুল দেব, আশিক আহামেদ উল্লাস ও পলাশ। সর্বশেষে ৩১ জুলাই লা ভিলেত পার্কে অনুষ্ঠিতব্য সেমিফাইনাল বিজয়ী দুই প্রতিদ্বন্দ্বী ফাইনালে ফারজানা হোসাইন এনি এবং মিজানুর রহমান লাবলু মুখোমুখি হন, যেখানে প্রতিযোগিতামূলক ফাইনালে সর্বশেষ মিজানুর রহমান লাবলু বিজয়ী হন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর